ঈদকে সামনে রেখে বাজারে আসছে জাল নোট:নগরীতে জাল নোটসহ বিক্রেতা আটক


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৩৫ পিএম, ২০২২-০৩-৩১

ঈদকে সামনে রেখে বাজারে আসছে জাল নোট:নগরীতে জাল নোটসহ বিক্রেতা আটক

নকিব ছিদ্দিকী:

জাল টাকা নিয়ে প্রতি মুহূর্তে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। জাল টাকা বা বৈদেশিক মুদ্রাচক্রের সাধারণ সদস্যরা ধরা পড়লেও বহাল তবিয়তে রয়েছে টাকা লগ্নিকারী ও হোতারা। শুধু দেশেই নয়, দেশের বাইরে থেকেও বিপুল পরিমাণ জাল নোট আসছে। শুধু রাজধানী নয়, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়ানোর জন্য সীমান্তবর্তী এলাকাগুলোতে গড়ে তুলা হয়েছে জাল টাকার কারখানা।

মূল হোতারা দেশের বাইরে থেকে জাল নোটের কারবার নিয়ন্ত্রণ করছে। এই চক্রের অনেক সদস্যই দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে খুচরা পণ্যের ব্যবসায়ী পরিচয় দিয়ে বাসা বাড়ি ভাড়া নিয়ে এই অপরাধ করে যাচ্ছে। তারা শুধু নিজ দেশের টাকা নয়, পার্শ্ববর্তী দেশের নোট তৈরি করে দালালের মাধ্যমে পাশের দেশে সরবরাহ করে যাচ্ছে। দুই দেশের সীমান্তে সক্রিয় রয়েছে ২১০টি চক্র।

এদিকে নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫১ হাজার টাকার জাল নোটসহ মো. জাকির (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগ।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে শাহী চাটগাঁ হোটেলের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) আহমেদ পেয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শাহী চাটগাঁ হোটেলের ভেতর জাল নোট বিক্রির জন্য একজন অবস্থান করছে। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে শাহী চাটগাঁ হোটেলের ভেতর থেকে পালানোর চেষ্টা কালে মো. জাকিরকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশিকালে লুঙ্গির কোচায় কালো পলিথিনে মোড়ানো ১ হাজার টাকার জাল নোট ১০৫টি ও ৫০০ টাকার জাল নোট ৯২টি উদ্ধার করা হয়।  

তিনি জানান, জাল নোটগুলো ঢাকার সাগরের কাছ থেকে বেচার উদ্দেশ্যে কিনে চট্টগ্রামে এনেছিল। জাকির আগে ঢাকার সদরঘাট এলাকায় হোটেলে চাকরির সূত্রে সাগরের সঙ্গে পরিচয় হয়। জাকিরের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে। মামলার জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।