সীতাকুণ্ডে বিপুল ভোটে আরিফুল আলম চেয়ারম্যান নির্বাচিত


নিজস্ব প্রতিবেদক    |    ১০:০৯ এএম, ২০২৪-০৫-০৯

সীতাকুণ্ডে বিপুল ভোটে আরিফুল আলম চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আনারস প্রতীকের মোহাম্মদ আরিফুল আলম চৌধুরী (রাজু)। সীতাকুণ্ড উপজেলা নির্বাচন অফিসার এই ফলাফল নিশ্চিত করেছেন। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আরিফুল আলম রাজু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯৭৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিউদ্দিন আহমেদ মঞ্জুর পেয়েছেন ১১১৮৬ ভোট। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মহিউদ্দিন উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮০২০, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জালাল আহমেদ টিউবওয়েল প্রাপ্ত ভোট ১১২৩০। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী শাহিনুর আক্তার পদ্মফুল প্রাপ্ত ভোট ৫৮৭৯২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শামীমা আক্তার হাঁস প্রতীক প্রাপ্ত ভোট ৮৮০৯.. দ্বিতীয় নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হামিদা আক্তার ফুটবল প্রতীক প্রাপ্ত ভোট ৫৬৩৭। সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ডে মোট ভোটার সংখ্যা ৩২০১৯৩। তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬৭ হাজার ৩৮৩ এবং মহিলা ভোটার ১ লক্ষ ৫০ হাজার ৭০৯ ও তৃতীয় লিঙ্গের একজন ভোটা রয়েছে। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯২ ও বুথ রয়েছে ৬৮৭টি।