চুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের কক্ষসহ ১২ বিভাগে তালা : অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 


প্রতিনিধি :    |    ০৯:০৮ পিএম, ২০২৪-০৪-২৫

চুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের কক্ষসহ ১২ বিভাগে তালা : অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 

রাঙ্গুনিয়া প্রতিনিধি: 
বাস চাপায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীরা এবার চুয়েটের উপাচার্য ভবনে তালা দিয়েছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েন চুয়েট উপাচার্যসহ বেশ কয়েকজন শিক্ষক। এছাড়াও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১২টি বিভাগে ফটকে তালা দিলেন চুয়েটের শিক্ষার্থীরা। ঘটনার দিন কয়েকটি শাহ আমানত বাস জব্দ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে চুয়েটের ভিতর থেকে জব্দকৃত আরো একটি শাহ আমানত বাসে আগুন দেয়। 

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। পরে সেখানে শুকনো কাঠের স্তুপে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে উপাচার্য ভবনে তালা তালা লাগিয়ে দেন তারা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন চুয়েট উপাচার্য ড. রফিকুল আলমসহ বেশ কয়েকজন শিক্ষক। বিকাল ৫ টায় বাসের আগুন লাগিয়ে দেয়ার পর ক্যাম্পাসের ভিতরে একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন শিক্ষকের উপর আন্দেলন কারীদের হামলা করতে দেখা যায়।

এইদিকে, আজ একাডেমিক কাউন্সিলের সভায় অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা করে বিকাল ৫ টায় ছাত্রদের এবং আগামীকাল সকাল ৯ টায় ছাত্রীদের হল ছাড়তে নির্দেশনা দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন চুয়েট পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শেখ জাবেদ মিয়া। এদিকে গভীর রাতেও সড়কের অবরোধ কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা৷ এতে রাতে যাওয়ার অপেক্ষায় থাকা বেশ কিছু মালবাহী গাড়ি আটকে পড়ে। এছাড়া সাধারণ মানুষদেরও দিনভর দুর্ভোগ নিয়ে চলাচল করতে দেখা যায়।