পৌর আওয়ামী লীগের উদ্যোগে রফিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত 


প্রতিনিধি :    |    ১১:২৬ পিএম, ২০২৪-০৪-২৩

পৌর আওয়ামী লীগের উদ্যোগে রফিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা :


আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: রফিকুল ইসলামের পক্ষে মাটিরাঙ্গা পৌর,ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে চৌধুরী কমিউনিটি সেন্টারে পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ ফরাজি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ( আানারস প্রতীক) মো: রফিকুল ইসলাম।

এ সময় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন লিটন, জালাল মজুমদার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম পিসি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম সুমন, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, পৌর যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আরিফ হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়াদুদ তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সহ পৌর, ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সকল মান অভিমান ভুলে কাঁধে কাধ মিলিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: রফিকুল ইসলামকে আনারস প্রতীকে ভোট দিয়ে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। বক্তারা ক্ষোভ জানিয়ে বলেন, নির্বাচন আসলে বহু বসন্তের কোকিলের দেখা মিলে, তাদেরক নির্বাচনের পর আর দেখা যায় না। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পৌর আওয়ামী লীগের নেতৃত্বে পৌর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিষাদ বিভাজন ভুলে, একজোট হয়ে চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীকের) মো: রফিকুল ইসলামকে সর্বোচ্চ ভোট দিয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করুন। 

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো: রফিকুল ইসলাম বলেন, গত পাঁচ বছরে আমার জানা অজানা অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। আপনারা সকলে আমার অতীতের সকল ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে পুনরায় আমাকে আনারস প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিন। অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ করে দিবেন বলে আমি বিশ্বাস করি।