যে কোনো ভিসায় ওমরাহ পালনের অনুমতি দিচ্ছে সৌদি আরব


সময় ডেস্ক :    |    ০৯:৪৫ পিএম, ২০২৪-০৪-২৫

যে কোনো ভিসায় ওমরাহ পালনের অনুমতি দিচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক    :
এখন থেকে বিদেশিদের যে কোনো ভিসায় ওমরাহ পালনের অনুমতি দিচ্ছে সৌদি আরব। পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের জন্য ভিসা ব্যবস্থাপনা করতেই এই উদ্যোগ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, যে কোনো দেশ থেকে, যে কোনো ভিসায় সৌদি আরবে আগতরা এখন থেকে বিনা বাধায় ওমরাহ পালন করতে পারবেন।

মন্ত্রণালয় আরও বলেছে, ব্যক্তিগত, পারিবারিক, ট্রানজিট, শ্রম ও ই-ভিসাসহ সব ভিসাধারী ব্যক্তি এ সুযোগ পাবেন। এদিকে, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে হজ এবং ওমরাহ পালনকারীদের ইবাদত সহজ করতে ‘ডিজিটাল ব্যাগ’ চালু করেছে সৌদি সরকার।

সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় জানায়, এ ব্যাগ প্রোগ্রাম হজ ও ওমরাহযাত্রীদের জীবনমান সহজ করবে। তাদের হজ ও ওমরাহ পালন সহজ করবে। মুসল্লিদের সব ধরনের সহযোগিতা করা হবে এর মাধ্যমে। বিশেষ করে কখন তারা কোন বিধান পালন করবে, সে বিষয়ে সতর্ক করা হবে।

এদিকে, তীর্থযাত্রীদের ওমরাহ পারমিট পেতে নুসুক অ্যাপটি ব্যবহার করতে ও ইসলামের পবিত্রতম স্থান মক্কার গ্র্যান্ড মসজিদে আচার অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময় মেনে চলার জন্য উত্সাহিত করেছে সৌদি কর্তৃপক্ষ।

সম্প্রতি ওমরাহ যাত্রীদের জন্য বেশ কয়েকটি সুবিধা চালু করেছে সৌদি সরকার। সেগুলোর মধ্যে রয়েছে- ওমরাহ ভিসার মেয়াদ ৩০ থেকে ৯০ দিন করা, স্থল-বিমান এবং সমুদ্র পথ দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া ও নারীদের জন্য পুরুষ অভিভাবকদের সঙ্গে থাকার বাধ্যকতা উঠিয়ে নেওয়া।

সূত্র: গালফ নিউজ