রাঙ্গুনিয়ায় রাইচমিল ও বসতিঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড


প্রতিনিধি :    |    ০৯:১৪ পিএম, ২০২৪-০৪-২০

রাঙ্গুনিয়ায় রাইচমিল ও বসতিঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাঙ্গুনিয়া প্রতিনিধি: 
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গভীর রাতে বসতঘরে ও রাইচমিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২০ এপ্রিল) দিনগত রাত ২টায় দিকে উপজেলার পোমরা ইউনিয়ন আজিমনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের অফিসার মো:কামরুজ্জামান সুমন নেতৃত্বে স্টেশন ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৩ টায় আগুন নির্বাপন করতে সক্ষম হয়। 

ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে ওই এলাকার নবীর হোসেনের স্ত্রী আয়েশা বেগমের ৪০ বাই ২৫ ফুট পরিমাপের নতুন নির্মাণাধীন ১ তলা বিশিষ্ট দালানে বিড়ি/সিগারেটের অবশিষ্ট জ্বলন্ত আগুনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ভুক্তভোগের ৫০ হাজার টাকার অধিক ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের কর্মী সময়মতো পৌঁছতে পারায় পাঁচ লক্ষ টাকার অধিক মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।

এদিকে, একই দিনে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রানীর হাট এলাকায় মোঃ তৈয়বের স্বত্বাধিকারী বার আউলিয়া রাইচ মিলে সকাল ৬টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির হয়।

খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের অফিসার মো:কামরুজ্জামান সুমনের নেতৃত্বে সকাল ৭:০০ টায় অগ্নিকাণ্ড স্থলে উপস্থিত হয়ে এক ঘন্টার চেষ্টায় সকাল ৮টায় আগুন নির্বাপন করতে সক্ষম হয়। 

ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ড স্থলে মোঃ তৈয়বের ৭০ বাই ৩০ ফুট পরিমাপের সেমিপাকা বার আউলিয়া রাইচ মিল সাথে লাকড়ি তৈরীর মালামাল আগুনে তিন লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয় তবে সময় মত পৌছাতে পারায় ১০ লক্ষ টাকার অধিক মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।