রাউজানে নগদ কর্মকর্তার পরিচয়ে প্রতারণার ফাঁদ: নারী খোয়ালেন টাকা


নিজস্ব প্রতিবেদক    |    ১০:১৪ পিএম, ২০২৪-০৪-০৬

রাউজানে নগদ কর্মকর্তার পরিচয়ে প্রতারণার ফাঁদ: নারী খোয়ালেন টাকা

নিজস্ব প্রতিবেদক :
দেশের সবখানে সক্রিয় রয়েছে নগদ কিংবা বিকাশের টাকা কৌশলে হাতিয়ে নেওয়া নেওয়ার। প্রতারক চক্র নিজেদের কখনো নগদ বা বিকাশের অফিসিয়ালি কর্মকর্তা দাবী করে সুন্দর মার্জিত ব্যবহারের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে ওটিপি নিয়ে খুব সহজে নিজের করে নেয় তাদের মোবাইলে থাকা মোবাইল একাউন্ট বিকাশ কিংবা নগদের টাকা।
সূত্রে জানা যায়, রাউজান ৮নং কদলপুর ইউনিয়ন এর মিনা আকতার (৩০) এর নগদ একাউন্ট থেকে খোয়ালেন নিজের সঞ্চিত রক্ষিত টাকা।
গত বুধবার রাত আনুমানিক রাত ৯:৪৫ প্রতারক চক্রের অজ্ঞাত ব্যাক্তির ০১৯৯৭ ২১৪৬৭৩ নাম্বার থেকে ফোন আসে নগদ একাউন্ট ব্যবহারি মিনা আকতার (৩০) এর মোবাইলে অতপর মিনা আকতারের অনুপস্থিতিতে ছেলে মিনহাজ (১৫) কল রিসিভ করলে অজ্ঞাত ব্যাক্তি নিজেকে নগদ অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইলের ভেরিফিকেশন কোড জানতে চাই। মিনহাজ নগদ অফিসের কর্মকর্তা ভেবে তার মোবাইলের ভেরিফিকেশন কোডটি শেয়ার করেন এবং পরবর্তীতে উক্ত নগদ একাউন্টের পিন পরিবর্তন করে সেই সাথে নগদ একাউন্টে থাকা ২৮,৫৯৫/- উধাও হয়ে যায়। পরে ফের কল দিয়ে অজ্ঞাত ব্যাক্তি তাদের দেওয়া ০১৯৭৬ ২৩০৯৭১ নগদ নাম্বারে ২৫,০০০/- টাকা সেন্ট মানি করলে তাদেও পূর্বের টাকাসহ ফিরিয়ে দিবেন বলে আশ্বস্ত করেন ততক্ষণে  প্রতারণার বিষয়টি বুঝতে পেরে মিনা আকতার নগদ এর কাস্টমার কেয়ার অভিযোগ করে এবং কাস্টমার কেয়ার থেকে আপাতত থানায় অভিযোগ করার পরামর্শ দেন।