নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মিতা


নিজস্ব প্রতিবেদক    |    ১০:০৬ এএম, ২০২৪-০২-০৭

 নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মিতা

সময় ডেস্ক : 

নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন চট্টগ্রাম–৩ সন্দ্বীপ আসনের তিনবারের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। কমিটির সদস্যরা হলেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, বন্দর–পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফ, গোলাম কিবরিয়া টিপু, মো. জাকারিয়া, ফিরোজ আহম্মেদ স্বপন, হাবিবুন নাহার, মো. আওলাদ হোসেন। 

দ্বাদশ জাতীয় সংসদের আরও ১০টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে গতকাল। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। 

এতে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আ ফ ম রুহুল হককে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন রেজওয়ান আহাম্মদ তৌফিক। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন এবিএম ফজলে করিম চৌধুরী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন জাহিদ মালেক। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন মু. জিয়াউর রহমান। পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন রমেশ চন্দ্র সেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন মো. ইলিয়াস উদ্দিন মোল্লা। পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এম এ মান্নান। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন আ হ ম মুস্তফা কামাল।