আবারও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ফজলে করিম


সময় ডেস্ক :    |    ১০:০১ এএম, ২০২৪-০২-০৭

আবারও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ফজলে করিম

এবিএম ফজলে করিম চৌধুরী

সময় ডেস্ক : 


রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন চট্টগ্রাম–৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি একাদশ সংসদ এবং দশম সংসদেও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। 

গতকাল মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে আরো ১০টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।


সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে চিফ হুইপ নূর–ই–আলম চৌধুরী কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। 

বর্তমান এই সংসদীয় স্থায়ী কমিটিতে তিনজন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, সদস্য বিদায়ী রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন (পঞ্চগড়–২), সরকার দলের এমপি শফিকুল ইসলাম শিমুল (নাটোর–২), শামীম ওসমান (নারায়ণগঞ্জ–৪), গোলাম ফারুক খন্দকার প্রিন্স (পাবনা–৫)। 
অপরদিকে কমিটির সদস্য হিসেবে স্বতন্ত্র সংসদ সদস্যরা হলেন– ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু (নেত্রকোনা–৩), সাইফুল ইসলাম (ঢাকা–১৯) ও শফিকুর রহমান (রাজশাহী–২)।

উল্লেখ্য, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি চট্টগ্রাম–৬ রাউজান আসন থেকে সদ্য সম্পন্ন হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাক ভোটে নির্বাচিত হয়েছেন। এই আসন থেকে তিনি এই পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হলেন।