নিউ জিল্যান্ড সিরিজের দলে নেই সাকিব-মুশফিক, ফিরবেন তামিম-মাহমুদউল্লাহ


সময় ডেস্ক :    |    ১০:২৪ পিএম, ২০২৩-০৯-১৬

নিউ জিল্যান্ড সিরিজের দলে নেই সাকিব-মুশফিক, ফিরবেন তামিম-মাহমুদউল্লাহ

সময় ডেস্ক:

আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শনিবার রাতে সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন দাসকে অধিনায়ক করে প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ জনের দল নির্বাচন করা হয়েছে। তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদকে ফেরানো হয়েছে।

আগেই বলা হয়েছিল, বিশ্বকাপের আগে দলের সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি মূল পেসারদের বিশ্রাম দেওয়া হবে। সেভাবেই নিউ জিল্যান্ড সিরিজের দল ঘোষণা করা হয়েছে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। এশিয়া কাপে নিয়মিত খেলা তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদকেও একই কারণে রাখা হয়নি দলে।

এছাড়া অনুমিতভাবেই নিউ জিল্যান্ড সিরিজের দলে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ। তিন ম্যাচের এই সিরিজে ডানহাতি এই অলরাউন্ডারের ‘এসিড টেস্ট’ হবে। ফিরেছেন তামিমও। ইনজুরির কারণে এশিয়া কাপ মিস করছেন এই ওপেনার। বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ড সিরিজ দিয়ে প্রস্তুতি শুরু করবেন তামিম। এর বাইরে আলোচনায় থাকা সৌম্য সরকারকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। 

এছাড়া এশিয়া কাপের দলে থাকা এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, ও তানজিদ হাসান তামিম এই সিরিজের দলে আছেন। জুনিয়র সাকিবের জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে আলো ছড়ানো এই পেসার যদি এখানেও ভালো করতে পারেন, তাহলে বিশ্বকাপ দলের সঙ্গী হয়ে উঠবেন। এর বাইরে লেগ স্পিনার রিশাদ ও পেসার সৈয়দ খালেদ আহমেদও আছেন স্কোয়াডে।

দল ঘোষণা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘ভারতে বিশ্বকাপের কথা বিবেচনা করে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যা দীর্ঘ টুর্নামেন্টে  ক্রিকেটারদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে খুবই গুরুত্বপূর্ণ হবে। বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে আমরা কিছু ক্রিকেটারদের দেখার সুযোগ পাবো।’

ঘোষিত দল নিয়ে নান্নু বলেছেন, ‘স্কোয়াডটি অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণে গঠিত। সবাই এশিয়া কাপের স্কোয়ডে ছিলেন। কেবলমাত্র জাকির, খালেদ ও রিশাদ ছিলেন না। সব মিলিয়ে দলটি ভারসাম্যপূর্ণ হয়েছে।’

নিউ জিল্যান্ড আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে। ২১ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। দ্বিতীয় ও শেষ ওয়ানডে ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

দুই ম্যাচের দল: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।