প্রতিনিধি : | ০৯:৫০ পিএম, ২০২১-০৯-০৮
বিপ্লব দাশ,লামা প্রতিনিধি : বান্দরবানের লামায় পরিত্যক্ত একটি পুকুর থেকে ১৪ বছর বয়সি এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর পৌনে ৬টার দিকে লামা পৌরসভার ৭নং ওয়ার্ড বড় নুনারবিল মার্মাপাড়া থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
নিহত কিশোরী প্রিয়ন্তী চাকমা বড় নুনারবিল মার্মা পাড়ার নিক্সন চাকমা ও জ্যোতিকা চাকমার মেয়ে। সে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। প্রিয়ন্তী চাকমার বাবা নিক্সন চাকমা লামায় একটি এনজিওতে চাকরি করেন। তারা বড় নুনারবিল মার্মাপাড়ার মংহ্লা প্রু মার্মার ভাড়া বাড়িতে থাকতেন। নিক্সন চাকমার নিজ বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা সদরে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহালে কিশোরীর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
পার্শ্ববর্তী এক নারী জানান, রাত ৩টা ৪৫ মিনিটে তার ঘরের সঙ্গে লাগোয়া পরিত্যক্ত পুকুরের অপর পাড়ে কি যেন একটা পড়ার শব্দ পান তিনি। পরে তাড়াহুড়ো করে মোবাইলের লাইট জ্বালিয়ে বের হয়ে দেখেন কী যেন একটা পানিতে ডুবে যাচ্ছে। তিনি অনেক ডাকাডাকি করলেও আশপাশের কেউ বের হননি। পরে একা হওয়ায় ওই নারী ভয়ে পানিতে না নেমে ঘরে চলে যান। এর পর সকালে ওই স্থান থেকে কিশোরীর লাশ উদ্ধার হয়। নিক্সন চাকমা ও জ্যোতিকা চাকমা নিঃসন্তান হওয়ায় তারা মেয়েটিকে ছোট থেকে দত্তক নিয়েছিলেন।
সময় ডেস্ক : : ডেস্ক রিপোর্ট : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক : বিএনপি ও জামায়াতসহ সমমনা দলগুলোর সারাদেশে ডাকা নবম দফা অবরোধের প্রথম দিন চট...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্র্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের দুই রিটার্নিং ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 প্রিয় সময় | Developed By Muktodhara Technology Limited