নিজস্ব প্রতিবেদক | ০৪:২৩ পিএম, ২০২১-০৭-২৫
নিজস্ব প্রতিবেদক : বায়েজিদ বোস্তামী থানা পুলিশের তালিকাভুক্ত দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৪ জুলাই) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় লোহার ব্রীজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নেত্রকোনা জেলার ডেমুরা এলাকার মো. আক্কাসের ছেলে মো. আল আমিন (৩২) ও বায়েজিদ শহীদনগর এলাকার মৃত ইউনুচ মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (৩৮)।
গ্রেফতার আল আমিনের বিরুদ্ধে বায়েজিদসহ নগরীর বিভিন্ন থানায় ১৭টি এবং তাজুল ইসলামের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। তাদের কাছ থেকে এক হাজার ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী গ্রুপ হামকা গ্রুপের একসময় সক্রিয় সদস্য ছিল। পরবর্তীতে তারা হামকা গ্রুপ থেকে বের হয়ে নিজেরাই গ্রুপ সৃষ্টি করে। ২০১৪ সালের দিকে তারা ছিনতাই, চাঁদাবাজি ছেড়ে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
কক্সবাজার থেকে কৌশলে মাদক দ্রব্য এনে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনী, আলীনগর, রুবি গেইট, টেক্সটাইল, শহীদনগর, ওয়াজেদিয়া, নয়াহাট, বালুছড়াসহ বিভিন্ন এলাকায় মাদক বেচা-কেনার শক্তিশালী নেটওয়ার্ক সৃষ্টি করে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, গ্রেফতার আল আমিন ও তাজুল ইসলাম তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বায়েজিদসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সময় ডেস্ক : : ডেস্ক রিপোর্ট : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক : বিএনপি ও জামায়াতসহ সমমনা দলগুলোর সারাদেশে ডাকা নবম দফা অবরোধের প্রথম দিন চট...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্র্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের দুই রিটার্নিং ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 প্রিয় সময় | Developed By Muktodhara Technology Limited