সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান গ্রেপ্তার


সময় ডেস্ক :    |    ০৯:৪৩ এএম, ২০২৪-১০-০৭

 সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তাকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নজিবুরকে আসামি করে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়। রোববার দিবাগত মধ্যরাতের পর ঢাকার রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আরেক সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। গত শনিবার রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।