রাউজানে এক প্রবাসীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৩৩ এএম, ২০২৪-১০-০৬

রাউজানে এক প্রবাসীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক :


চট্টগ্রামের রাউজান উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক প্রবাসীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দাশপাড়ার সামনের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলার শিকার প্রবাসী মো. হাসানুর রহমান বাদী হয়ে রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে হামলায় অংশ নেওয়া ৬ জনকে আসামি করা হয়েছে।

আসামীরা হলো- ওই এলাকার রঞ্জন দাশ (২৬), অসিম দাশ (৩৮), আশিষ দাশ (২৮), লিংকন দাশ (২৮), আকাশ দাশ রাজন (২৫) ও রানা দাশ (২৮)।

থানায় অভিযোগকারী মো. হাসানুর রহমান জানান, ‘আমি প্রবাসে থাকি। কিছুদিন আগে দেশে বেড়াতে এসেছি। আমার ছোট বোনের স্বামী দুবাই প্রবাসী মোহাম্মদ বাবলু গত দেড় বছর আগে পাহাড়তলী চৌমুহনী এলাকার রতন দাশ নামে এক ব্যক্তির কাছ থেকে ছয় শতক জমি কিনেছে। ওই জমিতে এর আগে ভাড়া ঘর ছিল। এসব ভাড়া ঘর ভেঙে সমান করে বিক্রি করেছিল রতন।’

তিনি আরও বলেন, এ জমি এতদিন নিজের ভোগ দখলে থাকলেও সম্প্রতি এলাকার যুবলীগ ক্যাডার মানিকের নেতৃত্বে দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অন্যথায় জমিতে আসতে না দেওয়ার হুমকি দেওয়া হয়। চাঁদা না দেওয়ার আমার জমির দরজায় লাগানো তালা তারা ভেঙে ফেলেছে। বিষয়টি থানা পুলিশকেও অবহিত করেছি। চাঁদা দাবির বিষয়ে রাউজান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ তদন্তে এলে আমরা ওই জমিতে যায়। এতে পুলিশের সামনেই কিল, ঘুষিসহ মারধর করে আহত করেছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘আজ জমি সংক্রান্ত বিরোধকে ঘিরে উপজেলার পাহাড়তলী এলাকায় এক প্রবাসীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’