লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


প্রতিনিধি :    |    ১০:৫৪ এএম, ২০২৪-০৮-২৭

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

লোহাগাড়া প্রতিনিধি : 


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া সিকদার দীঘির পাড়ে মোটরসাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত মোটরসাইকেল আরোহী মো. জিহান (১৮) উপজেলা সদরের দরবেশ হাট সওদাগর পাড়ার আনোয়ার হোসেন আনু সওদাগরের ছেলে। এবং আহত মোটরসাইকেলের অপর আরোহী মো: রাজিম (২০) আমিরাবাদ সুখছড়ি টিপু চেয়ারম্যান ঘাটা সংলগ্ন সুন্নীয়া পাড়ার বাসিন্দা।

জানা যায়, চট্টগ্রামমুখী মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে পাশের গ্রামীণ সড়ক থেকে দ্রুতগতিতে একটি সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে উঠতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। স্থানীয়রা তাদের  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জিহানকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফান বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।