প্রতিনিধি : | ১০:৪৪ এএম, ২০২৪-০৭-০৪
মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ :
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার থানা সদর ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪ কড়া নিরাপত্তার মধ্যে সুষ্ঠু ও জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ২৯ জুন শনিবার সকাল ৯ টা হতে দুপুর ৩টা পর্যন্ত ব্যবসায়ি সমিতির কার্যালয়ে নির্বাচন কমিটি আয়োজনে শান্তিপূর্ণ এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে স্থাপিত সমিতির ৩য় পরিষদের নির্বাচন এটি। এই নির্বাচনে ১০টি পদের বিপরীতে ৫টি পদের জন্য এই নির্বাচনের আয়োজন করা হয়। বাকী ৫টি পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-অর্থ সম্পাদক পদে ২ জন এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ২জনসহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় অংশ গ্রহণ করে। নির্বাচনে ৩০০ সদস্যের মধ্যে ২৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মোহাম্মদ সাদ্দাম হোসেন ( চেয়ার) ১৮৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আবদুল আজিজ (মোটর সাইকেল) পেয়েছেন ১০০ ভোট। সহ-সভাপতি পদে মোহাম্মদ জিসান (হরিণ) ১৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. পারভেজ উদ্দীন ( মোরগ) পেয়েছেন ১২২ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. ওসমান গণি ( প্রজাপতি) ১৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আমির খসরু মুন্না ( ঘোড়া) পেয়েছেন ৭৪ ভোট এবং মো. আরিফুল রহমান (আনারস) পেয়েছেন ৬৬ ভোট। সহ অর্থ সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন চৌং (মাছ) ১৭০ ভোট পেয়ে জয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ রাশেদ ( আম) পেয়েছেন ১১৬ ভোট। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মো. হাছান চৌধুরী (ফুটবল) ২২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিলন দাশ (ক্রিকেট ব্যাট) পেয়েছেন ৫৭ ভোট। অপরদিকে সহ সাধারণ সম্পাদক পদে নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক পদে মো. মহিউদ্দীন, অর্থ সম্পাদক পদে টিপু সুলতান সুমন, প্রচার সম্পাদক পদে মো. মফিজুর রহমান এবং ধর্ম বিষয়ক সম্পাদক পদে রাশেদুল আলম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, নির্বাচন কমিশনার মো. শাহাজাহান, সহকারি নির্বাচন কমিশনার নজরুল ইসলাম, রিটানিং অফিসার পলাশ দেব, প্রিজাইডিং অফিসার মো. আহসানুল্লাহ চৌধুরী, সহকারি প্রিসাইডিং অফিসার হাসান আলী প্রমুখ।
এই বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, বাজার সমিতি নির্বাচন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। নির্বাচনে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২০ জনের অধিক পুলিশ মোতায়ন রাখা হয়। নির্বাচিত সভাপতি মো. সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মো. ওসমান গণি নির্বাচনের ইসতিহার বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন। এ সময় তারা বলেন, সমিতিকে সরকারি রেজিস্ট্রেশনের আওতায় আনা এবং ব্যবসায়িদের খাবার পানির সংকট দূর করতে গভীর নলকূপ স্থাপনের দিকে আগে নজর দিবেন।
সময় ডেস্ক : : সময় ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা...বিস্তারিত
সময় ডেস্ক : : ডেস্ক রিপোর্ট : চলতি অর্থবছরের শেষ ছয় মাসের (জানুয়ারি-জুন, ২০২৫) জন্য আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) ...বিস্তারিত
সময় ডেস্ক : : সময় ডেস্ক :গাজীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2025 প্রিয় সময় | Developed By Muktodhara Technology Limited