মিরসরাইয়ে আবুরহাট উচ্চ বিদ্যালয়ের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃৃতিক প্রতিযোগিতা


প্রতিনিধি :    |    ১১:৩৪ এএম, ২০২৪-০২-১২

মিরসরাইয়ে আবুরহাট উচ্চ বিদ্যালয়ের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃৃতিক প্রতিযোগিতা

মিরসরাই প্রতিনিধি :

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুরহাট উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ও বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিযোগিতা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান নয়নের সঞ্চালনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দিন স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল আলম, ইছাখালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ারুল ইসলাম মোর্শেদ, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হারুন অর রশিদ বিএসসি, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য এরাদুল হক, জয়নাল আবেদীন, ফরিদুল ইসলাম, শিক্ষানুরাগী সদস্য জাহেদ রফিক, দাতা সদস্য নাজমুল হুদা বাবর, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য জাহেদা আক্তার, সাধারণ অভিভাবক সদস্য পান্না রানী ভৌমিক সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এর আগে মঙ্গলবার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আবছার। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান নয়নের সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার, সহকারি প্রধান শিক্ষক হারুন অর রশিদ বিএসসি, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য এরাদুল হক, জয়নাল আবেদীন, ফরিদুল ইসলাম, শিক্ষানুরাগী সদস্য জাহেদ রফিক, দাতা সদস্য নাজমুল হুদা বাবরসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

মঙ্গলবার প্রথম দিন সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, ৮০০ মিটার দৌড়, মুরগির লড়াই, বস্তা দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্সা নিক্ষেপ, মার্বেল দৌড়, দড়ি লাফ, যোগাযোগ দৌড়, ধীর গতিতে সাইকেল চালানো, অন্ধজনের হাঁড়ি ভাঙ্গা, মিউজিক্যাল পিলো, স্মৃতি পরীক্ষা।

বুধবার দ্বিতীয় দিনের প্রতিযোগিতার মধ্যে ছিল কবিতা আবৃত্তি, একক অভিনয়, কেরাত, হামদ, নাত, গজল, দেশের গান, ভাষার গান, পল্লী গীতি, আধুনিক গান, নজরুল গীতি, রবীন্দ্র গীতি, জারি গান, ভান্ডারি গান, একক নৃত্য, যৌথ নৃত্য, গীতি নকশা।