মিরসরাইয়ে নদীপথে অভিযান ক্লাবের ট্যুর ও নৌকা ভ্রমণ


প্রতিনিধি :    |    ১১:৩১ এএম, ২০২৪-০২-১২

মিরসরাইয়ে নদীপথে অভিযান ক্লাবের ট্যুর ও নৌকা ভ্রমণ

আকতার হোসেন, মিরসরাই

 

মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অভিযান ক্লাবের ট্যুর ও নৌকাভ্রমণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকাল ৭ টায় উপজেলার করেরহাট ইউনিয়নস্থ পশ্চিম জোয়ার থেকে ইঞ্জিনচালিত ট্রলারে করে ফেনী নদী পথে আনন্দভ্রমন ও মুহুরী পজেক্ট পরিদর্শন শেষে সন্ধ্যায় পশ্চিম জোয়ার ফিরে আসে অত্র ক্লাবের সদস্যরা।

 

সারাদিন গান, কবিতা আবৃত্তি, আড্ডা, ঘোরাঘুরি, ছবি তোলা ইত্যাদির মাধ্যমে আনন্দমুখর ও প্রাণোচ্ছ্বল হয়ে ওঠে এবারের আকর্ষণ নৌকাভ্রমণ। বিকাল সাড়ে ৩ টায় লাকী কুপন ড্র অনুষ্ঠিত হয়। ড্রতে ১০ জন বিজয়ীকে পুরস্কার ও অন্যান্য সবাইকে সৌজন্য পুরস্কার প্রদান করা হয়।

 

অভিযান ক্লাবের সভাপতি আমিনুল হক সজীব বলেন, ক্লাব থেকে প্রতিবছরই ভিন্ন ভিন্ন স্পটে বনভোজনের আয়োজন করে সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অজানাকে জানার ও অচেনাকে চেনার পাশাপাশি পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ় ও গভীর করে সংগঠনকে গতিশীল করা হয়। পথে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বনভোজন ও নৌকা ভ্রমনের আয়োজন করেছে বলে জানান তিনি।

এসময় তিনি নৌকাভ্রমণে অংশগ্রহণকারী সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান। তিনি এই আয়োজনকে সুন্দর ও সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আনন্দ ভ্রমন আহবায়ক কমিটি এবং বার্ষিক বনভোজনে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।