সময় ডেস্ক : | ১২:২৩ পিএম, ২০২৪-০১-৩০
সময় ডেস্ক :
সরবরাহ বাড়ায় পাইকারিতে চালের দাম কমতে শুরু করেছে। গত এক সপ্তাহের ব্যবধানে কয়েক ক্যাটাগরির চালের দাম বস্তায় (৫০ কেজি) ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কমেছে।
ব্যবসায়ীরা বলছেন, জাতীয় নির্বাচনের পর হঠাৎ করে চালের বাজার ঊর্ধ্বমুখী হতে থাকে। অথচ সাধারণত জানুয়ারি মাসে কৃষকের ঘরে ঘরে নতুন আমন ধান মজুদ থাকে। পরবর্তীতে চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযানের প্রেক্ষিতে উত্তরাঞ্চলীয় চালের মোকামগুলোতে চালের সরবরাহ বাড়ে। এর প্রভাবে দাম কমতে শুরু করে।
নগরীর চালের আড়ত চাক্তাইয়ের চালপট্টি ও পাহাড়তলীতে খোঁজ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে জিরাশাইল সিদ্ধ, পাইজাম সিদ্ধ, স্বর্ণা সিদ্ধ, বেতী আতপ এবং মোটা সিদ্ধ চালের দাম বস্তাপ্রতি সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত কমেছে।
চালের আড়তদাররা জানান, বর্তমানে জিরাশাইল সিদ্ধ বস্তায় ১০০ টাকা কমে গিয়ে এখন বিক্রি হচ্ছে ৩ হাজার ৩০০ টাকায়। পাইজাম সিদ্ধ বস্তায় ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকা, স্বর্ণা সিদ্ধ ১০০ টাকা কমে ২ হাজার ৩৫০ টাকা, বেতী আতপ ৫০ টাকা কমে ২ হাজার ৫০০ টাকা, মোটা সিদ্ধ বস্তায় ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ টাকায়। এছাড়া মিনিকেট সিদ্ধ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকা, কাটারিভোগ সিদ্ধ ৩ হাজার ৪০০ টাকা, কাটারিভোগ আতপ বস্তাপ্রতি বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ টাকা, মিনিকেট আতপ বিক্রি হচ্ছে ২ হাজার ৯০০ টাকা, নাজিরশাইল সিদ্ধ বিক্রি হচ্ছে ৩ হাজার ৬০০ টাকায়।
চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বলেন, গত এক মাস আগে আমন ধান উঠেছে। ধানের উৎপাদনও ভালো হয়েছে। তারপরেও অজানা কারণে চালের দাম বেড়ে গিয়েছিল। তবে এখন চালের সরবরাহ তুলনামূলকভাবে বাড়ার কারণে দামও পড়তির দিকে রয়েছে।
পাহাড়তলী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এসএম নিজাম উদ্দিন বলেন, গত এক সপ্তাহ ধরে বাজারে চালের সরবরাহ বেড়েছে। আবার সরবরাহের তুলনায় বর্তমানে বাজারে চাহিদাও কম। তাই দাম কমছে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএম নাজের হোসেন বলেন, চালের বাজারে ব্যবসায়ীদের বিষয় নতুন কিছু নয়। গত ডিসেম্বরে কৃষকের ঘরে ঘরে নতুন ধান উঠে। তারপরেও ধান–চালের মিল মালিকরা ধানের দাম বাড়ার অজুহাতে চালের দাম বৃদ্ধি করে। এখন কয়েক ক্যাটাগরির চালের দাম কিছুটা কমেছে। ব্যবসায়ীদের ধানের দাম বাড়ার অজুহাতে যা মুনাফা করার ইতোমধ্যে করে ফেলেছেন। বিষয়গুলো সামনে নিয়ে প্রশাসনের উচিত নিয়মিত বাজার তদারকি করা।
বিনোদন ডেস্ক: : ডেস্ক রিপোর্ট : বিয়েতে আরোপিত কর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ...বিস্তারিত
সময় ডেস্ক : : সময় ডেস্ক :আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে হওয়া গায়েবি ও রাজনৈতিক মামলা আগামী ফেব্রু...বিস্তারিত
বিনোদন ডেস্ক: : সময় ডেস্ক : প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। একে বাংলাদেশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2025 প্রিয় সময় | Developed By Muktodhara Technology Limited