রাউজানে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি উনসত্তর পাড়া শাখার নতুন কমিটি গঠিত


প্রতিনিধি :    |    ০৭:৩০ পিএম, ২০২৩-১১-০৩

রাউজানে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি উনসত্তর পাড়া শাখার নতুন কমিটি গঠিত


রাউজান প্রতিনিধিঃ
 বিশ্ব অলি শাহান শাহ্ হযরত সৈয়দ জিয়অউল হক মাইজভান্ডারী (কঃ) এর প্রতিষ্ঠিত মাইজভান্ডরী গাউছিয়া হক কমিটি দক্ষিণ রাউজান পাহাড়তলী উনসত্তর পাড়া শাখার বার্ষিক সভা ও নতুন কার্যকরি কমিটির নবায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বার্ষিক সভায় অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক প্রতিনিধি সদস্য মনজুর ইসলাম চৌধুরী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি রাউজান উপজেলা সমন্বয়কারী মোঃ নাজিম উদ্দিন। অনুষ্ঠানে মোহাম্মদ মহিউদ্দীনকে সভাপতি ও মোহাম্মদ ফোরকান উদ্দীন সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির অন্য কর্মকর্তারা হলেন, মো: জহির উদ্দীন, মো: মফিজ, দিপক চৌধুরী, মো: আবু কদর, মো: মুছা তালুকদার, মো: রাশেদ, মো: ইলিয়াস, মো: সোহাগ, মো: সাইফুল, মো: আবদুল কাদের জুমান, মো: আবু তাহের, মো: ফারুক, মো: আলিশাহ, মো: নাছের, মো: মুনছুর, মিদুল দত্ত, মো: এমরান হোসেন, মো: মোবারক হোসেন, মহিলা বিষক সম্পাদক, জলেয়া বেগম, সারমিন আকতার। মো: ইউছুপ, মো: এসকান্দর, মো: হারুন, মো: সিরাজ, মো: আলমগীর, মো: বাচা, মো: জিসান, মো: কামাল, মো: নুর নবী।