ফের দুই দিন অবরোধের ডাক বিএনপির


সময় ডেস্ক :    |    ০৬:৪৩ পিএম, ২০২৩-১১-০২

ফের দুই দিন অবরোধের ডাক বিএনপির

সময় ডেস্ক:

সকাল-সন্ধ্যা হরতাল, তিন দিনের অবরোধের পর মাঝে দুই দিন বিরতি দিয়ে আগামী ৫ ও ৬ নভেম্বর আবার অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত অন্যান্য বিরোধী দল। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান।

এদিকে কর্মসূচির বিষয়ে যুগপৎ আন্দোলনের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমকে বলেন, আমরা আলোচনা করেছি। যারা শহীদ হয়েছেন তাদের জন্য আগামীকাল শুক্রবার সারা দেশের মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও আত্মার শান্তি কামনা করা হবে। রবিবার ও সোমবার (৫ ও ৬ নভেম্বর) দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি। এবার জনসমর্থন অর্জনের মাধ্যমে পরবর্তীতে আরও কঠিন কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা আছে।