নিজস্ব প্রতিবেদক | ১২:২৪ পিএম, ২০২৩-০৯-০৭
নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন , মানুষ আজ পরিবর্তন চায়। তারা রাস্তায় নেমে এসেছে। জনগণ অবৈধ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।
অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সরকারের আমলে যে সুষ্ঠু নির্বাচন হবে না, তা ইতোমধ্যে প্রমাণ হয়ে গেছে।
সাধারণ মানুষ জেগে উঠেছে এবং তারা আমাদের আন্দোলনে যোগ দিচ্ছে। কারণ তারা ক্ষমতার পরিবর্তন চায়। যুগে যুগে মানুষের দাবি কেউ দমাতে পারেনি। এই সরকারও তা করতে পারবে না।
তিনি বলেন,বিএনপি লাশ ফেলার জন্য আন্দোলন করে না, জনগনের দাবি আদায়ে বিএনপি আন্দোলন করে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি, জনগণকে দুঃশাসন ও দেশকে লুটের হাত থেকে বাঁচানোর জন্য বিএনপি আন্দোলন করছে।
আওয়ামী লীগ সব সময় উন্নয়নের কথা বলে। কিন্তু আওয়ামীলীগের উন্নয়ন হচ্ছে গুটিকয়েক মানুষের উন্নয়ন। করোনার সময়ে দেশে ১২ হাজার নতুন কোটিপতি তৈরি হয়েছে। এদের উন্নয়ন করছে সরকার।
দ্রব্যমূল্য প্রতিদিনই বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটে ক্ষমতায় আসলে আওয়ামী লীগ মানুষকে কষ্ট দিত না। তারা জনগণের ভোট নয়, রাতের ভোটে নির্বাচিত ।
তিনি বিএনপিকে গণমানুষের দল উল্লেখ করে তিনি ভোটের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে স্বৈরাচার সরকারের পতন না হাওয়া পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ বুকে ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানের তারেক রহমানের নেতৃত্বে এক দফার আন্দোলনকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সকল দ্বিধাদ্বন্দ্ব পরিহার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি (৪ সেপ্টন্বর) সোমবার বিকেলে নাসিমন ভবনস্হ দলীয় কার্যালয়ে রাউজান উপজেলা ও পৌরসভা যুবদলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সনিয়ির যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদার সভাপতিত্বে রাউজান পৌরসভা যুবদলের সদস্য সচিব এম, শাহ্জান সাহিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ নুরুল আমিন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসীম উদ্দিন এবং বিশেষ বক্তা হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন যুবদল নেতা জানে আলম জনি, আওরঙ্গজেব সম্রাট, জি এম মোরশেদ চৌধুরী, মোসলেহ উদ্দিন চৌধুরী, আব্দুল হক, দিদারুল আলম, জিয়াউদ্দিন চৌধুরী,আইয়ুব খান জনি, শাকিল ইসলাম মাহমুদ, তৈয়ব আফসার দুলাল, জিন্নাত আলী, রুবায়তে হোসেন, জামাল উদ্দিন, রায়হান উদ্দিন ইরফান, সাফায়তে রাকিব, ইকবাল হোসেন, মোরশেদ আলম, মোহাম্মদ রফিক, মোহাম্মদ কাদের প্রমুখ নেতৃবৃন্দ।
সময় ডেস্ক : : ডেস্ক রিপোর্ট : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক : বিএনপি ও জামায়াতসহ সমমনা দলগুলোর সারাদেশে ডাকা নবম দফা অবরোধের প্রথম দিন চট...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্র্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের দুই রিটার্নিং ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 প্রিয় সময় | Developed By Muktodhara Technology Limited