প্রতিনিধি : | ০১:৫৩ পিএম, ২০২৩-০২-২২
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর প্রাণ কেন্দ্র মুরাদপুরে নির্মাণাধীন ১৭তলা বিশিষ্ট এসএস নুর কমপ্লেক্স’এ ফ্ল্যাট ও কমার্শিয়াল স্পেস বিক্রয় মেলা বসছে সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ। ২২ থেকে ২৪ ফেব্রুয়ারী এ মেলা অনুষ্ঠিত হবে ক্রাউন প্লাজা রিয়াদ প্যালেস এন্ড আই.এইচ.জি হোটেল-এ। এ মেলার মাধ্যমে সৌদি প্রবাসী বাংলাদেশীরা দেশে বিনিয়োগের দারুণ সুযোগ পাচ্ছেন। ইতিমধ্যে রিয়াদ-এ মেলার আয়োজনের খবরে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সম্পূর্ণ ব্যাংক ঋণ মুক্ত এ ভবনটিই মুরাদপুর এলাকায় সু-বিশাল জমির উপর সর্বোচ্চ ভবন। নির্মাণাধীণ ভবনটি ঘিরে ওই এলাকার মানুষের আগ্রহেরও কমতি নেই।
বন্দর নগরী চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর-অক্সিজেন সড়কের হযরত আবেদ শাহ (রহ.) মাজারের সংলগ্ন নজরকাড়া লোকেশনে ২৫ কাঠা জমিতে এ ভবন নির্মিত হচ্ছে। সিদরাত-সাইফ ডেভেলাপার এন্ড কনস্ট্রাকশন কোম্পানি এ ভবন নির্মাণ করছে। রিহ্যাবের তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির মালিক বিশিষ্ট সমাজ সেবক এস এম শহিদুল্লাহ রনি। এসএস নুর কমপ্লেক্স’এ আকর্ষনীয় মূল্যে ফ্ল্যাট ও দোকান বিক্রি চলছে।
প্রতিষ্ঠানটির প্রকৌশলী মো. শফিকুল আলম মুবিন প্রিয় সময়কে জানান, নির্মাণাধীন ১৭তলা বিশিষ্ট এ ভবনে সব ধরননের সুযোগ-সুবিধা থাকবে। থাকবে- সুইমিংপুল, এখানে সাঁতার শেখার ব্যবস্থা থাকবে, থাকবে বাচ্চাদের খেলার সু-ব্যবস্থা, পুরো ভবনে পাঁচটি লিফ্ট, সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থা, থাকবে অগ্নিনির্বাপক ব্যবস্থা। এছাড়া থাকবে- মসজিদ, আধুনিক রেস্টুরেন্ট, কনভেনশন হলসহ থাকবে আরও নানা ব্যবস্থা। বলা যায়, চট্টগ্রামের মধ্যে এটিই হবে সব ধরনের সুযোগ-সুবিধা সম্বলিত ভবন।
বর্তমানে ভবনের নবম তলার কাজ চলমান রয়েছে। দ্রুত গতিতে চলছে ভবনের বাকী কাজ। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে এ ভবনের কাজ সম্পন্ন করে মালিকদের কাছে ফ্ল্যাট ও দোকান বুঝিয়ে দিতে পারব। এ ভবনের চারতলা পর্যন্ত থাকবে বাণিজ্যিক ভবন। বাকী ১২ তলা আবাসিক। নীচে সুবিশাল গাড়ি পার্কিং থাকছে। ইতিমধ্যে সাফ কবলায় অধিকাংশ ফ্ল্যাট ও দোকান বিক্রি হয়েছে। এখনও কিছু সংখ্যক ফ্ল্যাট ও দোকান বিক্রি চলছে।
এরমধ্যে প্রতিটি দোকান ১শ’ থেকে ৪শ’ বর্গফুট। ফ্ল্যাটের সাইজ ১২২২ থেকে ২৩০০ বর্গফুট। অর্থাৎ প্রতিটি ফ্ল্যাট তিন বেড থেকে চার বেড। যোগাযোগ:- নির্মাণাধীন ভবনের নীচ তলায় অফিস রয়েছে। মোবাইল নম্বর-০১৭০৭১১৭১১৩, ০১৭০৭১১৭১১৪, ০১৮৬২৪১৭৪১৭।
প্রতিষ্ঠানটির মালিক এসএম শহিদুল্লাহ রনি জানান, এর আগেও চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে ১০টির বেশি ভবনের কাজ সম্পন্ন করে ক্রেতাদের কাছে ফ্ল্যাট বুঝিয়ে দিয়েছি। এখনও মুরাদপুর ছাড়াও চট্টগ্রাম মহানগরীতে আরও ভবনের কাজ চলমান আছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতাদের ফ্ল্যাট ও দোকান বুঝিয়ে দেয়ার চেষ্টা করছি। মুরাদপুরে নির্মাণাধীন ১৭ তলা ভবনটি চমৎকার লোকেশনে হওয়ায় ক্রেতাদের আগ্রহ বেশি। প্রতিদিনই ফ্ল্যাট ও দোকান কিনতে ক্রেতারা আসছেন।
সময় ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক : রকেট হামলার মাধ্যমে তিনটি ইসরাইলি ট্যাংক ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে হিজ...বিস্তারিত
সময় ডেস্ক : : সময় ডেস্ক : সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাপিড অ্...বিস্তারিত
সময় ডেস্ক : : ডেস্ক রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2024 প্রিয় সময় | Developed By Muktodhara Technology Limited