সময় ডেস্ক : | ১২:৪৬ পিএম, ২০২২-০৮-০২
সময় ডেস্ক : কমিটি পুনর্গঠনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডাকা অবরোধ সাময়িকভাবে স্থগিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের পদবঞ্চিতরা। মঙ্গলবার (২ আগস্ট) সকালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের আশ্বাসে কর্মসূচি সাময়িক স্থগিত করেন আন্দোলনরতরা।
এর আগে, মহিবুল হাসান চৌধুরী নওফেল সদ্য ঘোষিত চবি ছাত্রলীগের কমিটি পুনর্বিবেচনার আশ্বাস দেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ জুলাই রেজাউল হককে সভাপতি ও ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর পর তিন বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে রোববার (৩১ জুলাই) রাতে ৩৮০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। মূলত এর পরই আন্দোলন শুরু করেন কমিটিতে পদবঞ্চিতরা।
এর পরই সোমবার ভোর থেকে ফটকে তালা ঝুলিয়ে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন পদবঞ্চিতরা। পাশাপাশি শাটল ট্রেনের লোকমাস্টার ও ট্রেন পরিচালককে অপহরণ করেন বিক্ষোভকারীরা। এতে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন : চবি ছাত্রলীগে বঞ্চিতদের অবরোধ, ট্রেন পরিচালককে অপহরণ
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় এবং এ সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতি দুটি পক্ষে বিভক্ত। এক পক্ষ সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ও আরেকটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। এ দুটি গ্রুপের মধ্যে আবার রয়েছে ১১টি উপগ্রুপ।
সময় ডেস্ক : : ডেস্ক রিপোর্ট : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক : বিএনপি ও জামায়াতসহ সমমনা দলগুলোর সারাদেশে ডাকা নবম দফা অবরোধের প্রথম দিন চট...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্র্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের দুই রিটার্নিং ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 প্রিয় সময় | Developed By Muktodhara Technology Limited