সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের হাতের লেখা পরীক্ষার অনুমতি দিল আদালত 


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৪৪ পিএম, ২০২২-০৩-২২

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের হাতের লেখা পরীক্ষার অনুমতি দিল আদালত 

নিজস্ব প্রতিবেদক 


মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের হাতের লেখা পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম এই আদেশ দেন। এ সময় আদালতে বাবুল আক্তার উপস্থিত ছিলেন।  

এর আগে গত ৭ মার্চ মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাবুল আক্তারের হাতের লেখা পরীক্ষার আবেদন করেছিলেন।


বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট এ.কে.এম আজহারুল হক বলেন, আদালতের নির্দেশে পিবিআইর উপস্থিতিতে বাবুল আক্তারের হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়। এগুলো এখন ল্যাবে পরীক্ষা করবেন মামলার তদন্ত কর্মকর্তা। ম্যাজিস্ট্রেটের খাস কামরায় সকাল সাড়ে ১১টার দিকে নেওয়া হয়েছে বাবুল আক্তারকে।